ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

পদ্মায় চলন্ত ফেরিতে আগুন

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝিরকান্দি যাওয়ার সময় মিনি রোরো ফেরি ‘বেগম রোকেয়াতে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুন) ভোর সোয়া পাঁচটায় দিকে পদ্মা নদীতে চলন্ত অবস্থায় ফেরিতে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


জানা গেছে, ফেরি রোকেয়া যাত্রী ও ৪০টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় মাঝিরকান্দি চ্যানেলে প্রবেশের পর ফেরির ক্যানটিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষে আগুন লাগলে তাৎক্ষণিক ফেরির পাম্পের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। এতে ফেরির ওই কক্ষের বিছানা ও আসবাবপত্র পুড়ে যায়।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, আগুন কিভাবে লেগেছে তা খতিয়ে দেখা হবে। তবে অক্ষত অবস্থায় ফেরিটি ঘাটে পৌঁছেছে।

ads

Our Facebook Page